খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিতে ১৮টি পদে মোট ৫২ জন নিয়োগ প্রকাশ করেছে। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন শুরুর তারিখ ২০ অক্টোবর এবং আবেদনের শেষ তারিখ ১৪ নভেম্বর ২০২১। আবেদন করতে পারবেন শুধুমাত্র আগ্রহি ব্যক্তিরা। এবং জাদের জোগ্যতা আছে তারা।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এর www.kau.edu.bd অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীগণ ২০ অক্টোবর ২০২১ তারিখ হতে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য জানার জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট ভিজিট করে জানা যাবে।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
বিভাগঃ প্রকৌশল দপ্তর
- পদের নামঃ প্রধান প্রকৌশলী
- শূন্য পদের সংখ্যাঃ ০১টি
- বেতন গ্রেড-০৩,
বিভাগঃ পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর
- পদের নামঃ পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)
- শূন্য পদের সংখ্যাঃ ০১টি
- বেতন গ্রেড-০৩,
বিভাগঃ টেকনিক্যাল
- পদের নামঃ সহকারী অধ্যাপক
- শূন্য পদের সংখ্যাঃ ১৪টি
- বেতন গ্রেড-০৬,
- টেকনিক্যাল বিষয় সমূহ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।
অর্থ ও হিসাব শাখাঃ
- পদের নামঃ সহকারী পরিচালক (হিসাব)
- শূন্য পদের সংখ্যাঃ ০১টি
- বেতন গ্রেড-০৭,
বিভাগঃ রেজিষ্ট্রার কার্যালয়ঃ
- পদের নামঃ সহকারী রেজিস্ট্রার/সমমান
- শূন্য পদের সংখ্যাঃ ০১টি
- বেতন গ্রেড-০৭,
বিভাগঃ টেকনিক্যালয়
- পদের নামঃ প্রভাষক
- শূন্য পদের সংখ্যাঃ ১৬টি
- বেতন গ্রেড-০৯,
- টেকনিক্যাল বিষয় সমূহ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।
বিভাগঃ হেলথ কেয়ার সেন্টার
- পদের নামঃ মেডিকেল অফিসার
- শূন্য পদের সংখ্যাঃ পুরুষ-১, মহিলা-০১টি
- বেতন গ্রেড-০৯,
দপ্তরঃ প্রকৌশল
- পদের নামঃ সহকারী প্রকৌশলী (সিভিল)
- শূন্য পদের সংখ্যাঃ ০১টি
- বেতন গ্রেড-০৯,
- পদের নামঃ সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)
- শূন্য পদের সংখ্যাঃ ০২টি
- বেতন গ্রেড-০৯,
দপ্তরঃ আইসিটি সেল
- পদের নামঃ সহকারী ডাটাবেজ প্রোগ্রামার
- শূন্য পদের সংখ্যাঃ ০১টি
- বেতন গ্রেড-০৯,
দপ্তরঃ পরিকল্পনা ও উন্নয়ন
- পদের নামঃ উন্নয়ন কর্মকর্তা
- শূন্য পদের সংখ্যাঃ ০১টি
- বেতন গ্রেড-০৯,
দপ্তরঃ রেজিস্ট্রার কার্যালয়
- পদের নামঃ শাখা কর্মকর্তা/সমমান
- শূন্য পদের সংখ্যাঃ ০১টি
- বেতন গ্রেড-০৯,
দপ্তরঃ অর্থ ও হিসাব
- পদের নামঃ হিসাব রক্ষণ কর্মকর্তা
- শূন্য পদের সংখ্যাঃ ০২টি
- বেতন গ্রেড-০৯,
দপ্তরঃ প্রকৌশল
- পদের নামঃ উপ-সহকারী প্রকৌশলী
- শূন্য পদের সংখ্যাঃ ০১টি
- বেতন গ্রেড-১০
দপ্তরঃ রেজিষ্ট্রার কার্যালয়
- পদের নামঃ প্রশাসনিক কর্মকর্তা
- শূন্য পদের সংখ্যাঃ ০২টি
- বেতন গ্রেড-১০
দপ্তরঃ ভাইস চ্যান্সেলর সচিবালয়
- পদের নামঃ পিএ টু ভিসি/সমমান
- শূন্য পদের সংখ্যাঃ ০১টি
- বেতন গ্রেড-১০
দপ্তরঃ হেলথ কেয়ার সেন্টার
- পদের নামঃ নার্স /ব্রাদার্স
- শূন্য পদের সংখ্যাঃ ০২টি
- বেতন গ্রেড-১০
দপ্তরঃ কেন্দ্রীয় মসজিদ
- পদের নামঃ ইমাম
- শূন্য পদের সংখ্যাঃ ০১টি
- বেতন গ্রেড-১০
|
শিক্ষাগত যোগ্যতাঃ সকল পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে জানতে নিয়োগ কৃষি বিশ্ববিদ্যালয় নিয়োগ সার্কুলারটি দেখুন।
আরো চাকরি আপনার জন্যঃ
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় জব সার্কুলার