ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহের একটি অন্যতম কার্যক্রম হলো পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন।
এটি বাংলাদেশের ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, ক্যাপিটাল মার্কেট, বীমা খাত ও মাইক্রোকেডিট খাতের সঙ্গে সম্পর্কিত আইন ও নীতি পরিচালনা করে।
এটি পুঁজের পর্যাপ্ততা সম্পর্কিত নীতি নির্ধারণ করে,
এ ছাড়াও বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ বিএসইসি, পিকেএসএফ, এসডিএফ বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, (BMDF)।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ইত্যাদির মত বিভিন্ন সংস্থায় প্রদত্ত বিদেশী ঋণ ও অন্যান্য সহায়তার যথাযথ ব্যবহার বিষয়ে তদারকি করাও এ বিভাগের গুরুত্বপূর্ণ কাজ।
এ বিভাগের অধীন্স্থ বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমী (BIA) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (BICM) দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকে।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
পদের নাম:- পরিচালক (ঋণ কর্মসূচী)
শিক্ষাগত যোগ্যতা:- মাস্টার্স (সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 20 বছরের অভিজ্ঞতা থাকতে হবে)
সর্বোচ্চ বয়স:- 48 বছর
বেতন সমূহ:- 95,000- 1,20,000/—(আলোচনা সাপেক্ষে)
পদের নাম:- ম্যানেজার (এইচ আর ম্যানেজার অ্যাকাউন্ট, ম্যানেজার-অভ্যন্তরীণ নিরক্ষ পুরুষ প্রার্থী আবশ্যক।
শিক্ষাগত যোগ্যতা:- মাস্টার্স (সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা)
সর্বোচ্চ বয়স:- 45 বছর
বেতন সমূহ:- 50,000-55,0000/—
পদের নাম:- ব্রাঞ্চ ম্যানেজার
পদসংখ্যা:- 10
শিক্ষাগত যোগ্যতা:- স্নাতক/স্নাতকোত্তর। পি কে এস এফ এর সহযোগী সংস্থায় ক্ষুদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন সমূহ:- 28,000- 33,000
সর্বোচ্চ বয়স:- 38 বছর
পদের নাম:- সিনিয়ার কমিউনিটি অর্গানাইজার
পদসংখ্যা:- 30 জন
শিক্ষাগত যোগ্যতা:- বিএ/ এইচএসসি বা সমমান। (সংশ্লিষ্ট কাছে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে)
সর্বোচ্চ বেতন:- (20,000- 24,000)
সর্বোচ্চ বয়স:- 30 বছর
পদের নাম:- কমিউনিটি অর্গানাইজার
পদের সংখ্যা:- 30
শিক্ষাগত যোগ্যতা:- বিএ/এইচএসসি বা সমমান। সংশ্লিষ্ট বাদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন সমূহ:- 18,000- 20,000/—
সর্বোচ্চ বয়স:- 30 বছর
পদের নাম:- অফিসার(আইটি)
শিক্ষাগত যোগ্যতা:- স্নাতক (ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট কাজে).
সর্বোচ্চ বয়স:- 30 বছর
বেতনসীমা:- 20,000-25,000/—
আবেদনের শেষ তারিখ 15 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত।
নিচে আরও বিস্তারিত দেওয়া হল,