বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে শূন্য পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 14 জুলাই 2012 তারিখে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি তে আবেদনের শেষ তারিখ 17 ই আগস্ট 2022 বুধবার বিকাল 5 টা । অর্থ নিয়োগ বিজ্ঞপ্তিতে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবে আগ্রহ ও যোগ্যতা থাকলে।
পানি উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
পদের নামঃ সরকারি সম্প্রসারণ কর্মকর্তা (কমিউনিটি ডেভেলপমেন্ট )
পদের সংখ্যাঃ 12
বেতনঃ 22000-53060
বেতন গ্রেডঃ 09
শিক্ষাগত যোগ্যতাঃ
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিজ্ঞান বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রী: তবে শর্ত থাকে যে, শিক্ষা জীবনের কোন স্তরেই তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযােগ্য হবে না; এবং
(খ) এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা।
বয়সঃ 18-30 থেকে 32
নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখঃ 17 ই আগস্ট 2022 বুধবার বিকাল 5 টা
আবেদনের শুরুর তারিখঃ 14 জুলাই 2012
আবেদন করতে হলে যে সকল নির্দেশনা আপনাকে মানতে হবে তা হলঃ
ক) আবেদনকারী সকল প্রার্থীকে অনলাইনে 17 আগস্ট বিকাল 5 ঘটিকার মধ্যে আবেদন পত্র অনলাইনে জমা দিতে হবে।
খ) আবেদনকারী সকল প্রার্থীর সর্বনিম্ন বয়স 18 এবং সর্বোচ্চ বয়স 30 বছর হতে হবে তবে প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স 32 বছর।
গ) আবেদনকারীকে অবশ্যই লিখিত পরীক্ষায় পাস করতে হবে এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পাশকৃত ব্যক্তির নাম এবং ঠিকানা বের করে প্রিণ্ট করতে হবে। এছাড়া পরীক্ষার রোল নম্বর পরীক্ষার নাম্বার সংগ্রহ ওয়েবসাইটে পাওয়া যাবে ।
ঘ) নির্ধারিত পোস্টে যে সকল তথ্য প্রয়োজন শেষ হবার দরকার অবশ্যই আপনাকে জমা দিতে হবে। তবে অনলাইনে কোন তথ্য জমা দেওয়া যাবেনা।
আরো পড়ূণ
আবেদন করার নিয়মঃ
আগ্রহী প্রার্থীদের কেবলমাত্র Online-এ আবেদন ফরম পূরন এবং দাখিল করতে হবে। Online-এর মাধ্যমেই
পরীক্ষার ফি বাবদ অফেরতযােগ্য (সার্ভিস চার্জ কর্তনের পর) নীট ১০০০/- (এক হাজার) টাকা Payment করতে হবে। প্রার্থীকে বাপাউবাে’র Online Recruitment Portal (orms.bwdb.gov.bd/orms) এ login করে Registration করতঃ আবেদন দাখিল করতে হবে এবং Payment সম্পন্ন করতে হবে।
আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলী উক্ত Portal-এ পাওয়া যাবে। নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। কোন আবেদনপত্র সরাসরি বা আবেদনের হার্ড কপি গ্রহণ করা হবে না।