বাগেরহাট জেলা পরিবার পরিকল্পনা নিয়োগ ২০২১ঃ বাগেরহাট জেলা পরিবার পরিকল্পনা এর নিয়োগ বিজ্ঞপ্তিটি তাদের ওফিসিয়াল ওয়েবসাইট www.bagerhat.gov.bd
এ প্রকাশিত হবে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি শূন্য পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে Apply Now বাটনে ক্লিক করুন।
আবেনের সর্বোচ্চ বয়স ৩০ বছর তবে পতিবন্ধী ও মুক্তিযোদ্ধার নাতি পূতিদের ক্ষেত্রে ৩২ বছর। বাগেরহাট জেলা পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনাকে তাদের দেয়া সকল তথ্য পূরন করন করুন এবং এগিয়ে জান।
বাগেরহাট জেলা পরিবার পরিকল্পনা নিয়োগ ২০২১
বাগেরহাট জেলা পরিবার পরিকল্পনার নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনাকে যে কোন একটি পদ নির্বাচন করতে হবে। এর পর ঐ পদের দেয়া তথ্য অনুসারে ফরমটি পূরন করতে হবে। আবেদন করতে কিছু তথ্য যে
- আপনার নাম
- আপনার ঠিকানা
- বয়স
- পিতার নাম
- পাতার নাম
- জন্ম তারিখ
- স্থায়ী ঠিকানা
- বৈবাহিক অবস্থা
- শিক্ষগত যোগ্যতা ইত্যাদি সঠিক ভাবে পূরন করতে হবে।
এছাড়ও আপনাকে আপনার নিচের ছবি সঠিকভাবে দিবে হবে।
আবেদনের শেষ তারিখ উল্লেখিত নয়।
বিঃদ্রঃ বাগেরহাট জেলা পরিবার পরিকল্পনার নিয়োগ বিজ্ঞপ্তিটি এখনও প্রকাশিত হয়নি।
আরো চাকরি আপনার জন্যঃ
- ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
- বাংলাদেশ নৌবাহিনী অফিসার ক্যাডেট নিয়োগ ২০২২
বাগেরহাট জেলা পরিবার পরিকল্পনা নিয়োগ ২০২১ আরো অন্যান্য তথ্য জানুন………
বাগেরহাট জেলার পরিবার পরিকল্পনা,
মা ও শিশু স্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্য সেবা
বিষয়ক তথ্যঃ-
১। জনবল:
বাগেরহাট জেলা পরিবার পরিকল্পনা কাযা©লয়সহ উপজেলা পরিবার পরিকল্পনা কাযা©লয় এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্র বাগেরহাট (কপি সংযুক্ত)
২। সেবা কেন্দ্র :
(ক) মা ও শিশু কল্যাণ কেন্দ্র,বাগেরহাট – 01 (এক) টি।
(খ) ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র –62(বাষট্টি) টি।
(গ) স্যাটেলাইট ক্লিনিক-450(চারশত পঞ্চাশ) টি।
৩। সেবা সমূহ :
স্থায়ী পদ্ধতি
(ক) পুরুষ (খ) মহিলা
দীঘ©মেয়াদী পদ্ধতি
(ক) আই ইউ ডি (খ) ইমপ্লান্ট
স্বল্প মেয়াদী পদ্ধতি
(ক) ইনজেকশন (খ) খাবার বড়ি (গ) কনডম
অন্যান্য সেবা
(ক) ইসিপি সেবা (খ) এম আর সেবা।
৪। মা ও শিশু স্বাস্থ্য :
(ক) গভ©কালীন যত্ন।
(খ) গর্ভোত্তর যত্ন।
(গ) প্রসব সেবা ।
(ঘ) টিটি প্রদান বিষয়ক সেবা।
(ঙ) (0-5)বছরের শিশু সেবা।
(চ) সাধারণ রোগী সেবা।
৫। অন্যান্য সেবাঃ
(ক) কিশোর/কিশোরী সেবা।
(খ) বন্ধ্যা দম্পতিদের সেবা।
(গ) আরটিআই/এসটিআই সেবা।
৬| জনসংখ্যা ঃ ১৪,৭৭,৭৭৯ জন।
পুরুষ ঃ ৭,৫৪,৯৯১ জন।
মহিলা ঃ ৭,২২,৭৮৮ জন।
৭। সক্ষম দম্পতি ঃ ২,৯৬,৭৩৪ জন।
৮। মোট পদ্ধতি গ্রহণকারী ঃ ২,৪২,৯১২ জন।
৯। পদ্ধতি গ্রহণকারীর হার (সিএআর) ঃ ৮১.৭৬%
১০। মেথড মিক্স
(ক) স্থায়ী পদ্ধতি পুরুষ ঃ ১৪,০৫৩ জন ৫.৭৯%
(খ) স্থায়ী পদ্ধতি মহিলা ঃ ১৯,৪৫৬ জন ৮%
(গ) আই ইউ ডি ঃ ১২,৭৭১ জন ৫.২৬%
(ঘ) ইমপ্লান্ট ঃ ৭,১৭৭ জন ২.৯৫%
(ঙ) খাবার বড়ি ঃ ১,২২,৮৯৩ জন ৫০.৫৯%
(চ) ইনজেকশন ঃ ৪৫,৭০০ জন ১৮.৮১%
(ছ) কনডম ঃ ২০,৮৬২ জন ৮.৫৯%
১১। স্থুল জন্মহার ঃ ১০.৯৮ জন (প্রতি হাজারে)।
১২। স্থুল মৃত্যুহার ঃ ৩.২৬ জন (প্রতি হাজারে)।
১৩। জনসংখ্যা বৃদ্ধির হার ঃ ০.৭৭%
বাগেরহাট জেলা পরিবার পরিকল্পনা অন্যান্য ক্ষেত্রে যোগাযোগ করুন
ডাঃ এফ এম শাহজাহান আলী
উপ-পরিচালক (ভারপ্রাপ্ত)
পরিবার পরিকল্পনা,বাগেরহাট।
ফোন নং : 0468/62202
Email : ddfpbagerlat@gamail.com