Homeকম্পানির চাকরিমেঘনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

মেঘনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

মেঘনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ঃ মেঘনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েচ্চে তাদের নিজস্ব কর্মের চাহিদা পূরুনের লক্ষে।শিক্ষাগত যোগ্যতা মাত্র ৮ম শ্রেণি পাস হলেই চলবে। মেঘনা গ্রুপে্র এই ২০২২ সালের নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে পারবেন আগ্রহ ও যোগ্যতা তাকলে, তবে আপনার ড্রাইভিং বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বাস্তব অভিজ্ঞতা থাকলেই  আপনি আবেদন করতে পারবেন ২০২২ সালের এই মেঘনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তিতে। নিয়োগ বিজ্ঞপ্তিটি সাক্ষাৎ কারের মাধ্যমে নেয়া হবে। তাবে ইউনিট এর বিষয় বস্তুর উপর ভিত্তি করে আবেদন এর সময় পরির্বন হতে পারে।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এর –মেঘনা নুডুলস এন্ড বিস্কুল ফ্যাক্টরি লিমিটেড, মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন (এমআইইজেড) মোগরাপাড়া, সোনারগাও নারায়ণগঞ্জ এর ফ্যাক্টরিতে মেঘনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে তাদের চাহিদা পুরনের লক্ষে।

মেঘনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

 

ইউনিটঃ চিপস এন্ড চনাচুর প্রোডাকশন ইউনিট

পদের নামঃ  মিক্সিং অপারেটর, এক্সট্রুডার অপারেটর, ওভেন অপারেটর, প্যাকেজিং অপারেটর

 • শিক্ষাগত যোগ্যতাঃ ন্যুনতম ৮ম শ্রেণি পাশ
 • অভিজ্ঞতাঃ যে কোন স্বনামধন্য চিপস/চনাচুর উৎপাদনকারী প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
 • সাক্ষাতকারঃ ২৮ ও ২৯ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার ও বুধবার সকাল ১০ঘটিকা
 • পদের সংখ্যাঃ নির্ধারিত নয়

আরো চাকুরির খবর দেখতে পড়ুন….

ইউনিটঃ কেক প্রোডাকশন ইউনিট

পদের নামঃ মিক্সিং অপারেটর, ডিপোজিটর অপারেটর, ওভেন অপারেটর, প্যাকেজিং অপারেটর

 • শিক্ষাগত যোগ্যতাঃ ন্যুনতম ৮ম শ্রেণি পাশ
 • অভিজ্ঞতাঃ যে কোন স্বনামধন্য কেক  উৎপাদনকারী প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
 • সাক্ষাতকারঃ ২৮ ও ২৯ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার ও বুধবার সকাল ১০ ঘটিকা
 • পদের সংখ্যাঃ নির্ধারিত নয়

ইউনিটঃ বিক্সুট প্রোডাকশন ইউনিট

পদের নামঃ মিক্সিং অপারেটর, মরমিং অপারেটর, ওভেন অপারেটর, প্যাকেজিং অপারেটর

 • শিক্ষাগত যোগ্যতাঃ ন্যুনতম ৮ম শ্রেণি পাশ
 • অভিজ্ঞতাঃ যে কোন স্বনামধন্য বিস্কুট উৎপাদনকারী প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
 • সাক্ষাতকারঃ ৩ ও ৪ জানুয়ারী ২০২২ সোমবার ও মঙ্গলবার সকাল ১০ ঘটিকা
 • পদের সংখ্যাঃ নির্ধারিত নয়

ইউনিটঃ ব্রেড এবং টোস্ট প্রোডাকশন ইউনিট

পদের নামঃ মিক্সিং অপারেটর, শিটার অপারেটর, ওভেন অপারেটর, প্যাকেজিং অপারেটর

 • শিক্ষাগত যোগ্যতাঃ ন্যুনতম ৮ম শ্রেণি পাশ
 • অভিজ্ঞতাঃ যে কোন স্বনামধন্য ব্রেড/টোস্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
 • সাক্ষাতকারঃ ৩ ও ৪ জানুয়ারী ২০২২ সোমবার ও মঙ্গলবার সকাল ১০ ঘটিকা
 • পদের সংখ্যাঃ নির্ধারিত নয়

ইউনিটঃ নুডুলস্ প্রোডাকশন ইউনিট

পদের নামঃ মিক্সিং অপারেটর, রোলার শিটার অপারেটর, ওভেন অপারেটর, প্যাকেজিং অপারেটর

 • শিক্ষাগত যোগ্যতাঃ ন্যুনতম ৮ম শ্রেণি পাশ
 • অভিজ্ঞতাঃ যে কোন স্বনামধন্য নুডুলস উৎপাদনকারী প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
 • সাক্ষাতকারঃ ৬ ও ৭ জানুয়ারী ২০২২ বৃহস্পতি ও শুক্রবার সকাল ১০ ঘটিকা
 • পদের সংখ্যাঃ নির্ধারিত নয়

ইউনিটঃ ওয়েফার এন্ড চকোলেট প্রোডাকশন ইউনিট

পদের নামঃ মিক্সিং অপারেটর, ওভেন অপারেটর, প্যাকেজিং অপারেটর, ইনরোবিং অপারেটর

 • শিক্ষাগত যোগ্যতাঃ ন্যুনতম ৮ম শ্রেণি পাশ
 • অভিজ্ঞতাঃ যে কোন স্বনামধন্য ওয়েফার / চকোলেট উৎপাদনকারী প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
 • সাক্ষাতকারঃ ৬ ও ৭ জানুয়ারী ২০২২ বৃহস্পতি ও শুক্রবার সকাল ১০ ঘটিকা
 • পদের সংখ্যাঃ নির্ধারিত নয়

 

চাকরির যেসকল সুযোগ-সুবিধা থাকছেঃ

মাসিক বেতন ছাড়াও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর নিয়ম অনুযায়ী প্রাইভেট সুবিধা, উৎসব ভাতা, মাসিক চার দিন ছুটি, বাৎসরিক ইনক্রিমেন্ট, যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি, বিনামূল্যে বাসস্থান, স্বল্পমূল্যে আহার ও গুরুত্বপূর্ণ পদে অতিরিক্ত ভাতা ছাড়া অন্যান্য সুযোগ সুবিধা থাকবে।

 • আবেদন করার প্রক্রিয়াঃ
 • আগ্রহী প্রার্থীদেরকে তিন কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি নাগরিকত্বের সনদপত্র বা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি বাধ্যতামূলক জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ পত্রের সত্যায়িত ফটোকপি সহ সরাসরি সাক্ষাতকার।
 • ঠিকানাঃ
 • মেঘনা নুডুলস এন্ড বিস্কুল ফ্যাক্টরি লিমিটেড, মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন (এমআইইজেড) ত্রিপর্দি, মোগরাপাড়া, সোনারগাও নারায়ণগঞ্জ উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments