বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিতে শূন্য পদসমূহ পূরণের জন্য একটি আদর্শ ও যোগ্যতা সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে এই বিশ্ববিদ্যালয়ের এই নিকট হলে আবেদন করতে আহবান করা করা হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ ০৫/১০/২০২১।
সুতরাং আবেদনে আগ্রহী প্রার্থীরা আপনি জদি যোগ্যতা সম্পূর্ণ হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। মনে রাখবেন আবেদনের শেষ তারিখ ০৫/১০/২০২১। আপনার যোগ্যতা ও আগ্রহ থাকলে আপনিও আবেদন করতে পারবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এই নিয়োগ বিজ্ঞপ্তিতে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2021
নিচের দেয়া পদ ও জোগ্যাতা দেখুন আপনি কোন পদে আবেদন করতে চাচ্ছেন?
১। ছাত্রকল্যাণ পরিদপ্তর
- চীফ মেডিকেল অফিসার (মেডিকেল সেন্টার)-এর ১টি স্থায়ী পদ, বেতন স্কেল: ৫৬৫০০-৭৪৪০০/-
- ফিজিক্যাল ইন্সট্রাক্টর (শারীরিক শিক্ষা বিভাগ)-এর ১টি স্থায়ী পদ, বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-
- ইমাম (ড.এম.এ.রশীদ হল)-এর ১টি স্থায়ী পদ, বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-
২। রেজিস্ট্রার অফিস
- ডেপুটি রেজিস্ট্রার-এর ১টি স্থায়ী পদ, বেতন স্কেল: ৪৩০০০-৬৯৮৫০/-
- লিগ্যাল এডভাইজার/সহকারী রেজিস্ট্রার-এর ১টি স্থায়ী পদ, বেতন স্কেল: ২৯০০০-৬৩৪১০/-
- ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অফিসার-এর ১টি স্থায়ী পদ, বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-
৩। আই.টি.এন সেন্টার
- রিসার্চ অফিসার (টেকনিক্যাল/রিসার্চ)-এর ১টি স্থায়ী পদ, বেতন স্কেল: ৪৩০০০-৬৯৮৫০/-
- রিসার্চ অফিসার-এর ১টি স্থায়ী পদ, বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-
৪। কেমিকৌশল বিভাগ
- এক্সপেরিমেন্টাল ইঞ্জিনিয়ার-এর ১টি স্থায়ী পদ, বেতন স্কেল: ২৯০০০-৬৩৪১০/-।
৫। গ্লাস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগ
- এক্সপেরিমেন্টাল ইঞ্জিনিয়ার-এর ১টি স্থায়ী পদ, বেতন স্কেল: ২৯০০০-৬৩৪১০/-।
৬। কেন্দ্রীয় লাইব্রেরি
- প্রোগ্রামার-এর ১ টি স্থায়ী পদ, বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০/-।
৭। দুর্ঘটনা রিসার্চ ইনস্টিটিউট
- প্রোগ্রামার-এর ১ টি স্থায়ী পদ, বেতন স্কেল : ৩৫৫০০-৬৭০১০/-
- সহকারী প্রোগ্রামার-এর ১ টি স্থায়ী পদ, বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/-
৮। ভাইস চ্যান্সেলর অফিস
- সহকারী রেজিস্ট্রার (কো-অর্ডিনেশন)-এর ১টি স্থায়ী পদ, বেতন স্কেল: ২৯০০০-৬৩৪১০/-
৯। পরিকল্পনা ও উন্নয়ন পরিদপ্তর
- সহকারী পরিচালক (পরিকল্পনা)-এর ১ টি স্থায়ী পদ, বেতন স্কেল: ২৯০০০-৬৩৪১০/-
১০। যন্ত্রকৌশল বিভাগ
- ইন্সট্রাক্টর ইন ড্রাফটিং (এম.ই)-এর ১টি স্থায়ী পদ, বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-
১১। প্রকৌশল অফিস
- প্রশাসনিক অফিসার-এর ১টি স্থায়ী পদ, বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/-
১২। বুয়েট-জিডপাস
- সহকারী প্রোগ্রামার-এর ১ টি স্থায়ী পদ, বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/-
১৩। ডিএইআরএস অফিস
- প্রশাসনিক অফিসার-এর ১টি স্থায়ী পদ, বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-
- সহকারী ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার-এর ২টি স্থায়ী পদ, বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-
১৪। তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ
- সহকারী টেকনিক্যাল অফিসার-এর ১টি স্থায়ী পদ, বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০/-
১৫। পানি সম্পদ কৌশল বিভাগ
- সহকারী টেকনিক্যাল অফিসার (ড্রাফটিং)-এর ১টি স্থায়ী পদ, বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০/-
উল্লিখিত পদসমূহের আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ০৫/১০/২০২১
BUET Job Circular
সকল পদের জন্য প্রযোজ্য:
এই বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত (REG-২) ফরমে সকল অতীত ও বর্তমান চাকরির পদমর্যাদা, বেতন স্কেল ও যোগদানের তারিখ উল্লেখ পূর্বক ১২ সেট আবেদনপত্র রেজিস্ট্রার-এর বরাবরে জমা দিতে হবে। তন্মধ্যে ১ সেটের সাথে ৩ কপি সত্যায়িত ছবি এবং কম্পট্রোলার BUET-এর অনুক‚লে প্রদেয় ৩য় ও ৫ম (বেতন স্কেল :৫৬৫০০-৭৪৪০০/- ও :৪৩০০০-৬৯৮৫০/-) গ্রেড পদে আবেদনের জন্য :১,০০০/-(এক হাজার) টাকা
এবং অন্যান্য গ্রেড পদে আবেদনের ক্ষেত্রে :৭৫০/-(সাতশত পঞ্চাশ) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার অথবা কম্পট্রোলার অফিস কর্তৃক প্রদত্ত নির্ধারিত জমা রশিদের মাধ্যমে সোনালী ব্যাংক বুয়েট শাখায় নগদ টাকা জমা প্রদান পূর্বক, টাকার রশিদ সংযুক্ত করত:
প্রত্যেক সেটের সাথে আবেদনপত্র/ Forwarding Latter-সহ সকল সার্টিফিকেট, টেস্টিমোনিয়েল, ট্রান্সক্রিপ্ট/মার্কশীট, অভিজ্ঞতার সনদ এবং NID-এর সত্যায়িত কপি (সকল কাগজপত্র বাঁধাইকৃত সেট) সংযুক্ত করতে হবে।
অসম্পূর্ণ, ভুল তথ্যসম্বলিত এবং ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থীর শিক্ষাজীবনের কোন পরীক্ষায় তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়।
সম্পূর্ণ বিতারিত পাবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে
Join Our Telegram Channel |
- ঢাকা জেলা পরিবার পরিকল্পনা নিয়োগ
- বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ নতুন
- সামরি ভূমি ও ক্যান্টেনমেন্ট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
বুয়েট নিয়োগ সার্কুলার এর সম্পূর্ণ বিস্তারিত এই চিত্রে দেখুনঃ
