Homeসরকারি চাকরিনৌপরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি - Department of Shipping Job Circular 2021

নৌপরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি – Department of Shipping Job Circular 2021

 

নৌপরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি (Department of Shipping Job Circular 2021)

নৌপরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ দেওয়া হচ্ছে নৌপরিবহন অধিদপ্তর কর্তৃক শূন্য পদ সমূহে। যেখানে, নিয়োগ দেবে নৌ পরিবহন অধিদপ্তর পাঁচটি পদে মোট 19 জনকে। পদ সমূহে আবেদন করতে পারবেন নারী ও পুরুষ উভয়। যারা নৌপরিবহন অধিদপ্তরে চাকরি করতে বা আবেদন করতে আগ্রহী, তাহারা অনলাইনে আবেদন করতে পারবেন। নৌপরিবহন পরিবহন অধিদপ্তরের আপনার যদি যোগ্যতা থাকে, তাহলে আপনি আবেদন করতে পারেন। এর সকল বিস্তারিত নিচে দেওয়া হল।

নৌপরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি

নৌপরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি

প্রথম পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর।

পদসংখ্যা: ০৫ টি

শিক্ষাগত যোগ্যতা:

(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপি তে স্নাতক বা সমমানের ডিগ্রি।

(খ) কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে।

(গ) সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন গতি 80 শব্দ বাংলায় 50 শব্দ, এবং

(ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে বাংলায় 30 শব্দ এবং ইংরেজিতে 25 শব্দ।

বয়স সীমা: অনূর্ধ্ব 30 বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স 40 বছর পর্যন্ত।

বেতন সমূহ: 11,000-26,590 /- (গ্রেট-13)

যে সকল জেলার প্রার্থীর আবেদন করতে পারবেন না: মুন্সিগঞ্জ, রাজবাড়ী, গোপালগঞ্জ, শেরপুর, বাগেরহাট, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, কুষ্টিয়া, ফেনী, ব্রহ্মনবারিয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, নাটোর, ও পঞ্চগড়।

 

দ্বিতীয় পদের নাম: অফিস সহকারি কাম কম্পিউটার।

পদসংখ্যা: ৫ টি

শিক্ষাগত যোগ্যতা:

(ক) কোন স্বীকৃত বোর্ড হতে নূন্যতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

(খ) কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে।

(গ) কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে।

বয়স সীমা: অনূর্ধ্ব 30 বছর, তবে বিভাগীয় প্রার্থী দের ক্ষেত্রে বয়সের সময়সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন সমুহ: 9,300-22,490 /–(গ্রেড 16)

যে সকল জেলার প্রার্থীর আবেদন করতে পারবেন না:– একই জেলার উপরেরটা

 

তৃতীয় পদের নাম:- ডাটা কন্ট্রোল অপারেটর।

পদ সংখ্যা:- 6 টি

শিক্ষাগত যোগ্যতা:

(ক) কোন স্বীকৃত বরাতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

(খ) কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে শব্দের গতি সমূহ থাকতে হবে।

বয়স সীমা: 30 বছর।

বেতন সমূহ: 9,300-22,490 /– (গ্রেট-16)

 

যে সকল জেলার প্রার্থীর আবেদন করতে পারবেন না:- একি উপরে দেওয়া আছে

চতুর্থ পদের নাম:- ডাটা এন্ট্রি অপারেটর।

পদসংখ্যা:- একটি।

শিক্ষাগত যোগ্যতা:-

(ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

(খ) কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি সমূহ টেস্ট এ উর্ত্তীণ হতে হবে।

বয়সের সময়সীমা:- 30 বছর।

বেতন সমুহ:- 9,300-22,490 /– (গ্রেড-16)

 

যে সকল জেলার প্রার্থীর আবেদন করতে পারবেন না:- উপরে দেওয়া আছে কি।

পঞ্চম পদের নাম:- অফিস সহায়ক।

পদসংখ্যা:- 2 টি।

শিক্ষাগত যোগ্যতা:-

ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বয়সের সময়সীমা:- 30 বছর।

বেতন সমূহ:- 8,250-20,010 /– ( গ্রেট- 20)

 

যে সকল জেলার প্রার্থীর আবেদন করতে পারবেন না:- 

টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, মাগুরা, খুলনা, বাগেরহাট, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কক্সবাজার, সিরাজপুর, পাবনা, জয়পুরহাট, নওগাঁ, দিনাজপুর, রংপুর এবং বরিশাল বিভাগের সকল জেলা।

                                                             Apply Now

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments